Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গণগ্রন্থাগার
গ্রন্থাগার ভবন
 এক নজরে জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া  দপ্তর প্রধান

জেলা সরকারি গণগ্রন্থাগার, 
ব্রাহ্মণবাড়িয়া
জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া
     (District Government Public Library, Brahmanbaria)

মোঃ সাইফুল ইসলাম

লাইব্রেরিয়ান (নবম গ্রেড, গেজেটেড)





শূণ্য
জুনিয়র লাইব্রেরিয়ান


শূণ্য
টেকনিক্যাল এ্যাসিসটেন্ট (ক্যাটালগার)




শূণ্য
লাইব্রেরি এ্যাসিসটেন্ট



আব্দুল সামাদ খান
ডাটা এন্ট্রি অপারেটর


সেবক চন্ত্র দাস
বুক সর্টার



মো. শাহাদাত ভূইঁয়া
অফিস সহায়ক কাম নৈশ প্রহরী


শূণ্য
নিরাপত্তা প্রহরী


মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অধিদপ্তর গণগ্রন্থাগার অধিদপ্তর।
গ্রন্থাগারের নাম জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া
ঠিকানা কুমারশীল মোড়, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ই-মেইল dgpl.brahmanbaria@gmail.com  
ওয়েবসাইট publiclibrary.brahmanbaria.gov.bd
টেলিফোন নম্বর   ০২৩৩৪৪২৭৪৩০ ।
গ্রন্থাগার ভবন ভবন নিজস্ব। বাউন্ডারি বেষ্টিত গেইটসহ এক (০১) তলা ভবন।
জমির পরিমান ১৬ শতাংশ।
অনুমোদিত জনবল 
৮ জন। (সাংগঠনিক কাঠামো)
কর্মরত জনবল ৫ জন।
সময়সূচি সকাল ৯:০০ টা থেকে বিকাল  ৪:০০ টা পর্যন্ত।
কর্মদিবস শনিবার - বুধবার (সরকারি ছুটির দিন ব্যতীত)।
সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার। দুই (০২) দিন। 
গ্রন্থাগারে কক্ষ সংখ্যা পাঠকক্ষ-১ টি, অফিস কক্ষ-১ টি, প্রস্তুতি কক্ষ-১ টি,  স্টোরকক্ষ-১ টি, গার্ডকক্ষ-১ টি, টয়লেট- ৩ টি।
আসন সংখ্যা ১১০ টি।
মোট মজুদ পুস্তকের সংখ্যা ৩০১৫৯ টি (৩১-১০-২০২২ তারিখে)।
ই ধার সদস্য সংখ্যা ৭২ জন।
ক্রয়কৃত জাতীয় দৈনিক পত্রিকা ১১ টি।
স্থানীয় দৈনিক পত্রিকা ০১ টি।
সাময়িকী ১০ টি।
বাঁধাইকৃত পত্রিকা দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো।
বাঁধাইকৃত সাময়িকী সাপ্তাহিক রোববার।
প্রদেয় গ্রন্থাগার সেবা পাঠকসেবা, বইধার সেবা, পুরাতন পত্রিকা/সাময়িকী সেবা, নির্বাচিত তথ্য বিতরণ সেবা, সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা, তথ্য অনুসন্ধান সেবা।
প্রদেয় রেফারেন্স সেবা
পরামর্শ সেবা, উপদেশমূলক সেবা, সাধারণ ও বিশেষ তথ্য প্রদান সেবা।
আইসিটি সেবা ফ্রী ইন্টারনেট সেবা, গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য প্রদান।
ট্রয় ব্রিকস এর মাধ্যমে সেবা শিশুদের মানসিক বিকাশে ট্রয় ব্রিকস প্লে এর মাধ্যমে সেবা প্রদান।
সম্প্রসারণমূলক কার্যক্রম বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন, জাতীয় দিবসভিত্তিক গ্রন্থ প্রদর্শণী, বইমেলার আয়োজন।
বিভিন্ন কর্নারের মাধ্যমে সেবা
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, একুশে কর্নার, রবীন্দ্র-নজরুল কর্নার, শিশু কর্নার, আইন কর্নার, বিজ্ঞান ও গণিত কর্নার, বাংলা ভাষা ও সাহিত্য কর্নার  ইত্যাদি।
বেসরকারি তালিকাভূক্ত গ্রন্থাগার ৪৮ টি। (তালিকাভূক্ত বেসরকারি গ্রন্থাগারের তালিকা)
বেসরকারি গ্রন্থাগার তালিকাভূক্তকরণ
নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট গ্রন্থাগারের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক বিভিন্ন অঞ্চলের বেসরকারি গ্রন্থাগারসমূহকে তালিকাভূক্তি/রেজিস্ট্রেশন প্রদান করা।


# তথ্য হালনাগাদের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.