Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া

(District Government Public Library, Brahmanbaria)



অর্জনসমূহ (Achievements)



    জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক সাম্প্রতিক বছরগুলিতে (বিগত তিন বছর) গণগ্রন্থাগার অধিদপ্তর হতে এবং স্থানীয়ভাবে ৩৬৪৪ খানা পুস্তক সংগ্রহ করে পাঠকদের ব্যবহারের জন্য পাঠকক্ষে যুক্ত করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে রচনা, বইপাঠ, সুন্দর হাতের-লেখা, চিত্রাঙ্গকন, গল্পবলা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ প্রায় ৪০ টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছ এবং বিজয়ীদেরকে পুরস্কার হিসাবে বই ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময়ে প্রায় ১,১৫,৬১৮ জন পাঠককে পাঠকসেবা এবং তথ্য ও রেফারেন্সসেবা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত বই মেলা, উন্নয়ন মেলা, ডিজিটাল মেলা, তথ্য মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক ০৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা করায় দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দপ্তরের ওয়েবপোর্টাল জাতীয় তথ্য বাতায়নের সাথে যুক্ত করা হয়েছে এবং নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। দপ্তরের সকল প্রকার পত্র যোগাযোগ ও নথি ব্যবস্থাপনা ই-নথি সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

বিগত সময়ে জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়ার অর্জন:

১. অবকাঠামোগত উন্নয়নঃ 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়ের ‘জেলা পাবলিক লাইব্রেরিসমূহের উন্নয়ন (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১২ সালের ২৪ জুলাই মাসে ৫০৮৮ বর্গফুট আয়তনের একতলা বিশিষ্ট নিজস্ব ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে নতুনভাবে যাত্রা শুরু করে।

২. পাঠ্যসামগ্রী সংগ্রহঃ

প্রতিবছর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে পাঠ্যসমাগ্রী সরবরাহ করা হয়। জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ২৩,৫০০ এর অধিক পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে।

৩. আইসিটি কার্যক্রমঃ

পাঠকগণ বিনামূল্যে ইনটারনেট ও কম্পিউটার সেবা পাচ্ছেন। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্র গণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইট- www.publiclibrary.brahmanbaria.gov.bd তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্যসেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা dgpl.brahmanbaria@gmail.com এবং ফেইসবুক পেইজ //www.facebook.com/dgplbrahmanbaria খোলা হয়েছে।

৪. বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ

অত্র গণগ্রন্থাগারের আওতায় ৪৮ টি বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে

৫. জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ এ সেরা স্টল সম্মাননা অর্জন।


     [District Government Public Library, Brahmanbaria has in recent years (last three years) collected 3644 books from Department of Public Library and locally and added them to the reading room for the use of readers. About 40 events including Essay, Book Reading, Beautiful Handwriting, Painting, Storytelling and Recitation competitions are organized on various National Days and the winners are given books and certificates as prizes. During this period about 1,15,618 readers were provided reader service and information and reference service. Actively participated in various events including Book Fair, Development Fair, Digital Fair, Information Fair organized by District Administration, Brahmanbaria. The day has been observed with due dignity as the government has declared 05th February as National Library Day. The department's webportal has been linked to national information and is being updated regularly. All correspondence and document management of the office is done through e-document system.

Achievements of District Government Public Library, Brahmanbaria in the past

1. Infrastructural development:

Under the 'Development of District Public Libraries (Phase 3)' project of the Ministry of Culture, it started its journey on 24 July 2012 by completing the construction of its own building with an area of 5088 square feet.

2. Textbook Collection:

Every year textbooks are provided by the Department of Public Libraries. It has a huge collection of over 23,500 textbooks from Birth to Present.

3. ICT Activities:

    Readers are getting free internet and computer services. In the year 2017-18, the government has developed its own website for A2I Atragana Library - www.publiclibrary.brahmanbaria.gov.bd. Moreover, email address dgpl.brahmanbaria@gmail.com and Facebook page //www.facebook.com/dgplbrahmanbaria have been opened to provide online information services to the readers.

4. Private Public Library Registration:

Currently there are 48 private public libraries under this public library.

5. Achieving Best Stall Award in Amar Ekushe Granth Mela-2017 organized by District Administration.]